QR code
avatar শব্দহীন চিৎকার

শব্দহীন চিৎকার

বাস্তুহারা

মানুষ হিসেবে আমি একটা ধূসর দেয়াল একটা আহত পাখির মত চলমান জীবন... জীবনে আশার আলো আছে কিন্তু সেই আলো আমার জীবনের অন্ধকারকে ঢেকে রাখতে পারে নি... বিশাল কষ্টের স্পর্শ আমার চারপাশ জুড়ে অনেক মানুষ ছড়িয়ে আমার জীবন তবু এক অপূর্ণতায় ডুবে আছে এই মন.... একটা জিনিস কখনো পাই নি যেটা সব সময় আমার সব কিছুর আড়ালে থেকেছে... মানুষ হিসেবে আমি অদ্ভুদ, এখন পর্যন্ত নিজেকে চিনতে পারি নি, অনেক মানুষকে ভালোবেসেছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তবে এমন একজনকে পাই নি যাকে, সত্যিকার বন্ধু বলে সারাজীবন জড়িয়ে রাখা যায়।

Verified Accounts

Facebook